Darul Uloom Shudhonnopur

সুধন্যপুর মাদরাসার বালক ও বালিকা শাখা মিলিয়ে প্রতি বছর বহু ইয়াতিম ছাত্র -ছাত্রী পড়াশুনা করে। পরীক্ষা ও বছর শেষে বন্ধে সকল ছাত্র-ছাত্রী বাড়িতে চলে গেলেও ইয়াতিমদের যাওয়ার জায়গা থাকে না। খোলার সময়ের মতই তারা বন্ধের সময়টাও মাদরাসায় কাটায়। মাদরাসার ছুটিতে যখন সবাই বাড়িতে যায় তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ইয়াতীমদের যাওয়ার কোন জায়গা নেই…! তাদের অনেকেরই সারা বছর পড়ার জন্য থাকে কেবলমাত্র ১টি জামা। অনেকের ভর্তি হবার বা মাস শেষে বেতন দেবার টাকা থাকেনা। অনেকের কিতাব কেনার টাকাও থাকে না। আল্লাহর দয়া ও করুণা কামনার উদ্দেশ্যে তাদের জন্য দান করতে  চাইলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন।

Scroll to Top