Darul Uloom Shudhonnopur

প্রতি বছর সুধন্যপুর মাদরাসায় রমজানের শেষ ১০ দিন ই’তিকাফ করার ব্যাবস্থা থাকে। ইতিকাফের রেজিস্ট্রেশন এখান থেকেই করতে পারবেন। শাবান মাসের ১৫ তারিখ হতে রমজান মাসের ১০ তারিখ পর্যন্ত অনলাইনে ই’তিকাফের আবেদনের সুযোগ থাকে। এই পেইজ থেকে ইতিকাফের আবেদন করতে পারবেন। প্রতি বছর প্রায় ১০০০-১২০০ জন ই’তিকাফ করে থাকেন। তাদের সেহরি-ইফতার বাবদ প্রতিদিন প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হয়। রমজানে ইফতার ফান্ডে দান করতে চাইলে নিচে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

Scroll to Top