সুধন্যপুর মাদরাসা

সুধন্যপুর মাদরাসায় প্রতি ইংরেজী মাসের শেষ শনিবার ইসলাহী জোড় অনুষ্ঠিত হয়। বালক শাখায় পুরুষদের পাশাপাশি বালিকা শাখায় মহিলাদের জন্যও বয়ান হয়। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বয়ান চলে। মহিলাদের জন্য খাস বয়ান সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত। পুরুষদের জন্য খাস নসীহত দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। মহিলারাও এ বয়ান শুনতে পারে। ইসলাহী জোড় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে নিচে দেখুন।

এ মাসের ইসলাহী জোড়

সুধন্যপুর মাদরাসার মাসিক ইসলাহী জোড়

২০২৫ সালের ইসলাহী জোড়ের তারিখসমূহ

২৫

জানুয়ারি ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

২২

ফেব্রুয়ারি ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

২৯

মার্চ ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

২৬

এপ্রিল ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

৩১

মে ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

২৮

জুন ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

২৬

জুলাই ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

৩০

আগষ্ট ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

২৭

সেপ্টেম্বর ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

পরবর্তী

২৫

অক্টোবর ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

২৯

নভেম্বর ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

২৭

ডিসেম্বর ২০২৫

সকাল ৯টা - রাত ৯টা

ইসলাহী জোড় সংক্রান্ত প্রশ্ন-উত্তর

প্রশ্নঃ ইসলাহী জোড় কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে?

উত্তরঃ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।

উত্তরঃ মহিলাদের বয়ান সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর পুরুষদের বয়ান দুপুর ১টা থেকে মাগরিব বা এশা (৯টা) পর্যন্ত।

উত্তরঃ মহিলাদের বয়ান সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর পুরুষদের বয়ান দুপুর ১টা থেকে মাগরিব বা এশা (৯টা) পর্যন্ত।

উত্তরঃ জি, হুজুর ইসলাহী বয়ানের দিন সারাদিন মাদ্রাসায় থাকেন।

উত্তরঃ জি, ইসলাহী বয়ানের দিন মাদ্রাসায় আসলে হুজুরের সাথে দেখা কথা বলা সব কিছুই করতে পারবেন।

উত্তরঃ যারা দূর থেকে আসেন তারা আগের দিন রাতে মাদ্রাসার বালক শাখায় থাকতে পারবেন।

প্রশ্নঃ মহিলারাও কি আগের দিন আসলে মাদ্রাসায় থাকতে পারবেন?

উত্তরঃ জি, মহিলা মাদ্রাসায় দূর থেকে আসা মহিলারাও আগের দিন এসে থাকতে পারবেন।

ইসলাহী জোড়ের এ ১টি দিন শুধুই উম্মতের ইসলাহের উদ্দেশ্যে শায়খ দা.বা. বয়ান করেন। তাই, ইসলাহী জোড়ের দিন হুজুরকে কোন প্রোগ্রামে দাওয়াত দেয়ার জন্য আসলে হুজুর খুব রাগ করেন। তবে প্রোগ্রাম নেয়ার বর্তমান জিম্মাদার আরিফ ভাইকে মেসেজ দিন, আরিফ ভাই সবসময় হুজুরের সাথে থাকেন, উনি খুব ব্যাস্ত থাকেন, হোয়াটস অ্যাপে মেসেজ/ভয়েস দিয়ে রাখুন। উনি সুযোগমত উত্তর দিবেন – ইনশাআল্লাহ!

  • Running PS of Sheikh Mushtakunnobi D.B.
  • Ariful Islam
  • What’s App : 01686255831

এ বিষয়ে হুজুরের বর্তমান পি.এস. আরিফ ভাইকে মেসেজ দিন, আরিফ ভাই সবসময় হুজুরের সাথে থাকেন, উনি খুব ব্যাস্ত থাকেন, হোয়াটস অ্যাপে মেসেজ/ভয়েস দিয়ে রাখুন। উনি সুযোগমত উত্তর দিবেন – ইনশাআল্লাহ!

  • Running PS of Sheikh Mushtakunnobi D.B.
  • Ariful Islam
  • What’s App : 01686255831

বার বার কিছুক্ষন পর পর ফোন করতে থাকুন! এর মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ!

উত্তরঃ এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন –

উত্তরঃ জি অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ! তবে এর জন্য রাস্তার পশ্চিম পাশে প্রকাশনা বিভাগের দোকানে চলে আসুন।

উত্তরঃ ইসলাহী জোড় সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে যোগাযোগ করুন 01911399369, 01813293058

উত্তরঃ মাওলানা আনিসুর রহমান আশরাফী হুজুরের সাথে যোগাযোগ করতে
হুজুরের ড্রাইভার আবু বকর ভাইকে কল দিন (কল রিসিভ না করা হলে ১ ঘন্টা পরপর ফোন দিতে থাকুন)
01822656546

Add Your Heading Text Here

Scroll to Top