Darul Uloom Shudhonnopur

যোগাযোগের বিস্তারিত নিচে দেওয়া আছে …

সুধন্যপুর মাদরাসায় কীভাবে আসবেন?

আসার উপায় বিস্তারিত

ঢাকা কমলাপুর আরামবাগ থেকে এশিয়া এয়ারকন, মিয়ামি এয়ারকন, তিশা প্লাস সিল্ভার, এশিয়া ট্রান্সপোর্ট এসব গাড়ি সরাসরি কুমিল্লা শহর জাঙ্গালিয়া পর্যন্ত আসে। এসব গাড়ি যাত্রাবাড়ি শনিড়আখড়া থেকে শুরু করে কাচপুর পর্যন্ত যাত্রী পেলে তুলে কাচপুরের পর থেকে আর যাত্রী তুলে না। সরাসরি কুমিল্লা চলে আসে।

আপনি এসব গাড়ির যেকোন একটিতে উঠে বলবেন বেলতলি বাজার (অথবা বেলতলি) নামাবেন। বেলতলি বাজার হচ্ছে কোটবাড়ি বিশ্বরোড থেকে ৪/৫ কি.মি. সামনে। এ স্থানটাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়য় গেইটও (ভার্সিটি গেইট) বলা হয়।

আরেকটু ক্লিয়ার করি, কোটবাড়ি বিশ্বরোড ও পদুয়ার বাজার বিশ্বরোডের মাঝামাঝি জায়গা হচ্ছে বেলতলি বিশ্বরোড।

উপরে উল্লিখিত গাড়ি ছাড়া অন্য নামে যেসব গাড়ি দেখবেন সেগুলো লোকাল। ২ ঘন্টার পথ ৬ ঘন্টা লাগাবে।

যদি আপনি ভুলে পদুয়ার বাজার বিশ্বরোডে নেমে যান তাহলেও সমস্যা নেই। সেখান থেকে অহরহ অটো পাবেন। তাদেরকে সুধন্যপুর মাদরাসা বললেই নিয়ে আসবে।

অথবা যদি কোটবাড়ি বিশ্বরোডেও নেমে যান তাহলে সেখানে লোকাল মাইক্রোবাস পাবেন ১০ টাকার বিনিময়ে বেলতলি চলে আসতে পারবেন।

গুগল ম্যাপে দেখুন

ভিজিটিং কার্ডে জরুরি নাম্বার সমূহ

Scroll to Top