কুরবানি ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ইবাদত। এটি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং আল্লাহর প্রতি বান্দার আনুগত্য, ত্যাগ ও ভালোবাসার এক عظیم الشان নিদর্শন। পবিত্র কুরআন ও হাদিসে কুরবানির বহু ফযীলত ও তাৎপর্য বর্ণিত হয়েছে। আল্লাহর সর্বাধিক প্রিয় আমল, গুনাহ মাফের মাধ্যম, অশেষ সওয়াব লাভ, কিয়ামতের দিন মুক্তির উপায়, আল্লাহর নৈকট্য অর্জন, হযরত ইবরাহিম (আ.) এর সুন্নাত সহ ইত্যাদি অনেক ফযীলত রয়েছে। সুতরাং, শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে নয়, বরং একমাত্র আল্লাহ তা’আলার সন্তুষ্টি ও তাঁর বিধান পালনের উদ্দেশ্যে বিশুদ্ধ নিয়তে কুরবানি করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য অপরিহার্য। এটি তাকওয়া অর্জন এবং আল্লাহর অশেষ রহমত ও মাগফিরাত লাভের এক সুবর্ণ সুযোগ।